হাইকোর্টের স্থগিতাদেশ,রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অথৈ জলে

0
1
হাই কোর্ট

দিন কয়েক আগে  মেধা তালিকা প্রকাশিত  হয়েছে। বহু প্রার্থীকে দেওয়া হয়েছে নিয়োগপত্রও। কিন্তু আইনি জটে ফের অথৈ জলে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া। সোমবার গোটা প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে ,এই অভিযোগে ছ’টি মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের আদালতে মামলাকারীদের আইনজীবীরা আবেদন করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে চার সপ্তাহ সময় দিয়েছে আদালত।