বাড়ি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে (Manaka Gombhir) জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)। রবিবার তাঁর বাড়িতে নোটিশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লাকাণ্ডের তদন্তে নেমে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) হদিশ মিলেছে বলে সিবিআই সূত্র খবর। ওই অ্যাকাউন্টের সূত্রেই অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রবিবার, মেনকাকে নোটিশ পাঠায় সিবিআই। সোমবার বেলা ১২টা নাগাদ উপহার লাক্সারি কমপ্লেক্সে পৌঁছয় সিবিআইয়ের দল। কিন্তু সিবিআইয়ের গাড়িকে বেশ কিছুক্ষণ কমপ্লেক্সের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। আবাসনের নিরাপত্তারক্ষীরা জানান, তাঁরা সংবাদমাধ্যমকে ভিতরে ঢুকতে দেবেন না। এই পরিস্থিতিতে গাড়ি আবাসনের গেটের বাইরে রেখে তদন্তকারী অফিসার উমেশ কুমার, দুই মহিলা অফিসার-সহ আটজন হেঁটে ভেতরে যান।
বেলা তিনটে নাগাদ জিজ্ঞাসাবাদ সেরে বেরিয়ে যান সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে না চাইলেও, সূত্রের খবর বিদেশি ব্যাঙ্কে মেনকার কটা অ্যাকাউন্ট আছে? তিনি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত কি না এই সব বিষয় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।






































































































































