জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির ( vijay hazare trophy) অভিযান শুরু করল বাংলা (bengal)। রবিবার ইডেনে সার্ভিসেসের( services ) বিরুদ্ধে ৭০ রানে জিতল অনুষ্টুপ মজুমদারের( anustup majumder) দল। বাংলার হয়ে ৭৫ রান কাইফ আহমেদ।

এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সার্ভিসেস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান করে বাংলা। বাংলার দুরন্ত ব্যাটিং কাইফ আহমেদ এবং অনুষ্টুপ মজুমদারের। ৭৫ রান করেন কাইফ। বাংলার অধিনায়ক অনুষ্টুপ করেন ৫৮ রান। বিবেক সিং এবং অভিমূন্য ইশ্বরন দুজনই করেন ৩৯ রান। ২৮ রান করেন শ্রীবৎস গোস্বামী। সার্ভিসেস হয়ে দুই উইকেট নেন বরুণ চৌধুরী। একটি করে উইকেট নেন পুলকিত নারাঙ্গ, রাজ বাহাদুর এবং অর্জুন শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে ২৪৫ রানে গুটিয়ে যায় সার্ভিসেস। সার্ভিসেসের হয়ে লড়াই চালান রজাত পালিয়াল এবং পুলকিত নারাঙ্গ। রজত পালিয়াল করেন ৯০ রান। পুলকিত নারাঙ্গ করেন ৫৩। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ, শাহবাজ আহমেদ। একটি উইকেট নেন অর্ণব নন্দী। এই জয়ের ফলে সার্ভিসেসের বিরুদ্ধে ৪ পয়েন্ট ঘরে তুলল অনুষ্টুপের দল।
আরও পড়ুন:অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ, কেরিয়ারে নয় বার এই খেতাব জয় জোকারের







































































































































