ভারতীয় দলে( india team) সুযোগ পেয়ে অবিশ্বাস্য লাগছে ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবের ( suriya kumar yadav)। শনিবারই ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডের ( england) বিরুদ্ধে টি-২০ দল। সেখানে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার।

২০২০ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে দারুণ সফল সূর্যকুমার। আর সেই সুবাদেই ভারতীয় দলের দরজা খুলে যায় তাঁর কাছে। দলে সুযোগ পেয়ে সূর্যকুমার নিজের সোশ্যাল সাইটে লেখেন,” এই অনুভুতি অবিশ্বাস্য। ভাষায় প্রকাশ করা যাবে না।”

সূর্যকুমার ছাড়াও টি-২০ দলে সুযোগ পেয়েছন ঈশান কিষাণ, রাহুল তেওয়াটিয়াও। চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচেই দুরন্ত প্যারফমেন্স করেছেন ঈশান। ঝাড়খণ্ডের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়াও ২০২০ সালে আইপিএলে দুরন্ত প্যারফমেন্স করেন ঈশান।
আরও পড়ুন:কিংস ইলেভেন পাঞ্জাবের নাম বদলের কারণ নিয়ে মুখ খুললেন পাঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া







































































































































