আজ মধ্যরাত থেকেই পেট্রল-ডিজেলের দাম কমতে চলেছে রাজ্যে

0
1
ফাইল ছবি

এবার পেট্রল ডিজেলের দাম কমতে চলেছে বাংলায়। বিধানসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পেট্রল-ডিজেলের উপর রাজ্যের দেওয়া শুল্ক খানিকটা কমিয়ে দেওয়ার উদ্যোগ নিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রবিবার মধ্যরাত থেকেই রাজ্যে কমবে পেট্রল-ডিজেলের দাম। ১ টাকা করে কমে যাবে পেট্রল এবং ডিজেলের দাম।

অমিত মিত্র জানিয়েছেন, সাধারণ মানুষের উপর বোঝা লাঘব করতে আজ রাত থেকেই পেট্রল এবং ডিজেলের উপর থেকে রাজ্যের চাপানো সেস ১ টাকা করে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি মাসের বেশিরভাগ দিনই বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে কার্যত ভ্রূক্ষেপহীন কেন্দ্র।

আরও পড়ুন-ভোট বাজারে বাংলায় একাধিক প্রকল্পের উদ্বোধন নিয়ে টুইট মোদির

তবে শনিবার সামান্য স্বস্তির বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন তিনি স্বীকার করেছেন পেট্রপণ্যের ক্রমাগত মূল‌্যবৃদ্ধি উদ্বেগজনক। দাম কমাতে কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে আলোচনা চায় সেই কথাও বলেছেন তিনি। সামনেই পশ্চিমবঙ্গ-সহ চার রাজ‌্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “এটি অত‌্যন্ত উদ্বেগের বিষয়। এখন জ্বালানির দাম কমানো ছাড়া আর কোনও উত্তরই কাউকে সন্তুষ্ট করতে পারবে না। এই বিষয়ে কেন্দ্র ও রাজ‌্যগুলির একসঙ্গে আলোচনায় বসা উচিত, যাতে ক্রেতাদের জন‌্য তেলের দাম একটি ন‌্যায‌্য ও যুক্তিযুক্ত সীমার মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়।”

Advt