২৪ ফেব্রুয়ারিতেই কি রাজ্যের ভোটের নির্ঘন্ট ঘোষণা? নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে তেমনই খবর।
নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোট ঘোষণার ৭২ ঘন্টা আগে কমিশনের তরফে এসওপি (SOP) অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠানো শুরু হয়। ইতিমধ্যে কমিশনের তরফে রাজ্যের জেলায় জেলায় তা পাঠানো শুরু হয়ে গিয়েছে। এসওপি অর্ডার শিট ইতিমধ্যে জেলা শাসক ও পুলিশ সুপারদের (DM & SP) কাছে পাঠানো শুরু হয়ে গিয়েছে। শুধু তাই আজ, শনিবার থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীও পাঠানো শুরু হয়ে গিয়েছে। ফলে ভোটের নির্ঘন্ট ২৪ ফেব্রুয়ারি (24th February) হওয়ার সম্ভাবনা প্রবল, যদি না শেষ মুহূর্তে কোনও ‘বিশেষ’ কারণে দিন পরিবর্তন হয়।
আরও পড়ুন-আইন আইনের পথে চলবে, মাদক-সহ বিজেপি নেত্রীর গ্রেফতারে মন্তব্য দিলীপের
ভোটের দিন ঘোষণার পর প্রচারের জন্য নূন্যতম ৪৫ দিন সময় দেওয়াটা বাধ্যতামূলক। ফলে এপ্রিলের ১৫ তারিখের পর বেশ কয়েক দফায় ভোট হবে রাজ্যে। ভোট গণনাও মে মাসের প্রথম সপ্তাহে হবে বলে মনে করা হচ্ছে। কারণ, ৪ মে থেকে সিবিএসই ( CBSE) পরীক্ষা শুরু হচ্ছে। সে কথাও কমিশন মাথায় রাখছে।





































































































































