ফের একবার সেনা জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের(Kashmir) শোপিয়ান(Shopian) জেলায় বাদিগাম অঞ্চলে সেনার গুলিতে মৃত্যু হল তিন লস্কর জঙ্গির(Terrorist)। এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে ভারতীয় সেনা। পাশাপাশি উপত্যকার বদগাম জেলার বীরওয়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের জেরে শহিদ হয়েছেন এক পুলিশ কর্মী(Police)।
জানা গিয়েছে, গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে বদগাম জেলার বীরওয়া গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সেইমতো আটঘাট বেঁধে রাতেই মাঠে নামে নিরাপত্তা বাহিনী। এলাকায় তল্লাশি অভিযান শুরু হওয়ার পর সেনা বাহিনীকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। হঠাৎ জঙ্গিদের ছোড়া এই গুলিতে পুলিশকর্মী মহম্মদ আলতাফের মৃত্যু হয়। মনজুর আহমেদ নামে অপর এক পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই এখনো চলছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:পাচারের বিরোধিতা করার ফলেই কি জাকিরের উপর পরিকল্পনা মাফিক বিস্ফোরণ?
অন্যদিকে, শোপিয়ান জেলার বাদিগাম অঞ্চলে সেনা জঙ্গির গুলি লড়াইয়ে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রের খবর মৃত ৩ জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য। যদিও তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে।





































































































































