বামেদের রেল রোকো কর্মসূচির জেরে ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের

0
2

বাম যুব নেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু ও ছাত্র যুব নেতাদের ওপর মামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজ্য জুড়ে রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছিল বাম ছাত্র-যুবরা। শহর এবং শহরতলীর বিভিন্ন স্টেশনে রেল-রোকো কর্মসূচি পালন করা হয়। বেলা তিনটে থেকে কলকাতার যাদবপুর স্টেশন, বেলঘড়িয়া স্টেশন এবং হুগলির শ্রীরামপুর স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টা খানেক এই কর্মসূচি পালন করার পর, এই আন্দোলন প্রত্যহার করে নেন বিক্ষোভকারীরা।
এই অবরোধের জেরে অফিস ফেরত যাত্রীরা ভোগান্তিতে পরেন।
বাম নেতাদের দাবি, পুলিশের লাঠির ঘায়ে গুরুতর আহত হন মইদুল গত সোমবার হাসপাতালে মারা যান । এরই প্রতিবাদে বিক্ষোভ-আন্দোলনে নামে বামেরা। পরে বিক্ষোভ-আন্দোলনের সময় এসএফআই কর্মী-সমর্থকদের হাতে হেনস্থার শিকার হন এক পুলিশকর্মী । ঘটনার জেরে পরে প্রায় ৩০০ ডিওয়াইএফআই কর্মীর বিরুদ্ধে সাতটি ধারায় মামলা দায়ের করে পুলিশ। এসবেরই প্রতিবাদে আজ রেল রোকো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।