পাখির চোখ নবান্ন (Nabanna) দখল। লক্ষ্য একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (Assembly Election)। ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশের পর ৭ মার্চ ব্রিগেড (Briged) প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী সমাবেশ (Rally) করতে চলেছে বিজেপি (BJP)। প্রধান বক্তা প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)।
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড সমাবেশের মাধ্যমে পরিবর্তন যাত্রার সমাপ্তি করার বিষয়ে ভাবছে নেতৃত্ব। আর সেই সমাবেশেই আসবেন মোদি। ততদিনে ভোটের নির্ঘন্ট জানিয়ে দেবে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি, নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এরপর ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় ১১০০ কোটির এলপিজি টার্মিনাল উদ্বোধনে এসেছেন প্রধানমন্ত্রী। আগামী ২২ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন মোদি। দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন এবং দলীয় কর্মসূচি নিয়ে। কিন্তু ৭ মার্চ ব্রিগেড থেকে বাংলার নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। ইতিমধ্যেই মোদির ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন- শেষ বেলায় ঋষি অরবিন্দকে শ্রদ্ধা অমিত শাহের































































































































