আইজলের কাছে ৩-০ গোলে হার মহামেডানের

0
2

আইলিগে ( i-league) ফের হারের মুখ দেখল মহামেডান স্পোর্টিং( mohammedan sporting)। বৃহস্পতিবার তারা ৩-০ গোলে হারলো আইজল এফসির( aizawl fc) কাছে। এই হারের ফলে ৮ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে সাদা-কালো ব্রিগেড।

বৃহস্পতিবার আইলিগে ম‍্যাচে যেন একাই দাপট দেখায় আইজল। ম‍্যাচের প্রথম থেকেই একাধিক আক্রমণে ঝাপায় তারা। যার ফলে ম‍্যাচের ১৬ মিনিটে গোল করে আইজলকে এগিয়ে দেন মালসামটুলুঙ্গা। এরপর ম‍্যাচে ফিরে আসার চেষ্টা চালায় জোসে হাবিয়ার দল। কিন্তু কাজের কাজ করতে ব‍্যর্থ হয় তারা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁজ বাড়ায় আইজল। যারফলে ম‍্যাচের ৬৪ মিনিটে গোল করে আইজলকে ২-০ গোলে এগিয়ে দেন ফানাই। এরপর ম‍্যাচের ৬৭ মিনিটে আইজলের হয়ে তৃতীয় গোলটি করেন লালেইনসাঙ্গা।

আরও পড়ুন:কেকেআরে হরভজন, মুম্বই ইন্ডিয়ান্সে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকার

Advt