বৈশালীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বিজেপি নেতার

0
1

তৃণমূল থেকে বিজেপিতে এসেও পিছু ছাড়ছে না বিতর্ক! এবার তোলাবাজি সহ একাধিক বিষয়ে অভিযোগ উঠল বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার(Baishali Dalmia) বিরুদ্ধে। রাজ্য বিজেপির হাওড়া জেলা সভাপতি এমনকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাছে পৌঁছেছে চিঠি৷ চিঠি বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে। অভিযোগকারী হলেন বিজেপির বালি অঞ্চলের এক মণ্ডল সভাপতি। এ ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

গত ৩০ জানুয়ারি চার্টার্ড বিমানে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), প্রবীর ঘোষাল (Prabir Ghosal), রথীন চক্রবর্তীদের (Rathin Chakraborty) সঙ্গে দিল্লি যান বৈশালীও। সেখানে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। দলবিরোধী কাজের জন্য আগেই তাঁকে বহিষ্কার করেছিল তৃণমূল। সম্প্রতি বিজেপির মণ্ডল সভাপতির চিঠি ঘিরে জোর রাজনৈতিক শোরগোল শুরু হয় বালিতে। সেই চিঠিতে বৈশালীর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ আনা হয়েছে। বিজেপির প্যাডে লেখা ওই চিঠিতে দাবি করা হয়েছে, দীর্ঘদিন এলাকায় দেখা যায়নি বিধায়ক বৈশালী ডালমিয়াকে। বদলে একজন প্রতিনিধি নিয়োগ করেছেন তিনি। সেই মহিলা এলাকার প্রোমোটার ও ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করেন। বৈশালীকে দলের কোনও দায়িত্ব না দেওয়া হয় সেই আবেদন জানানো হয়েছে চিঠিতে।

কিন্তু কে লিখল এই চিঠি? চিঠির নীচে সই রয়েছে রাধা রঞ্জন গোস্বামীর। তিনি আবার বালির এলাকায় বিজেপি মণ্ডল সভাপতি! যদিও ‘অভিযোগকারী’র দাবি, এই চিঠিটি তাঁর লেখা নয়। কেউ বা কারা সই নকল করেছে। পুরো বিষয়টা তিনি রাজ্য অফিসে জানিয়েছেন। পুরো ঘটনার জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।

আরও পড়ুন- গুরুত্বপূর্ণ গুরুবার: দক্ষিণ ২৪ পরগনায় একই দিনে মমতা-অভিষেক-অমিত

Advt