অমানবিক! পারিশ্রমিক না পাওয়ায় প্রেসক্রিপশনে ওষুধ লিখেও কেটে দিলেন ডাক্তারবাবু

0
3

‘ডাক্তার মানে সে তো ভগবান..’ কিন্তু এই ডাক্তারের কাজকর্ম শুনলে অবাক হবেন আপনিও। পারিশ্রমিক পাবেন না জেনে প্রেসক্রিপশন থেকে ওষুধের নাম কেটে দিলেন ডাক্তারবাবু।  টাকা না পেয়ে চিকিৎসা থেকে বঞ্চিত করলেন এক বৃদ্ধাকে।

স্থানীয়দের বিক্ষোভের জেরে বেপাত্তা চিকিৎসকও। ‘অমানবিক’ চিকিৎসকের শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। বিষয়টি জানানো হয়েছে জেলা পরিষদেও। স্থানীয় সূত্রে খবর ওই চিকিৎসকের নাম জ্যোতির্ময় দাস। তিনি এক সময়ে কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসক ছিলেন। এখন তিনি প্রাইভেট চেম্বারে চিকিৎসা করেন। বুধবার ব্রেন স্ট্রোক এবং ঘাড়ে যন্ত্রণার সমস্যা নিয়ে তাঁর কাছে চিকিৎসা করাতে এসেছিলেন এক বৃদ্ধা। তাঁকে দেখে প্রেসক্রিপশনে ওষুধ লিখেও দেন জ্যোতির্ময়। কিন্ত বৃদ্ধা তাঁর দাবি মতো পারিশ্রমিক দিতে পারবেন না। তা জানার পরই প্রেসক্রিপশন থেকে ওষধের নাম কেটে দেন তিনি। কালনার এই ঘটনায় সময়ে জরুরি ওষুধ না পেয়ে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই আহত মন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটলেন রাজ্যপাল

Advt