নাদালের পর এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় সেরেনার

0
3

রাফায়েল নাদালের( Rafael nadal) পর এবার অস্ট্রেলিয়ান ওপেন( Australian open) থেকে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস( serena Williams)। সেমিফাইনালে তিনি হেরে গেলেন নাওমি ওসাকার কাছে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৬-৪। হারের পর সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পরেন সেরেনা। সেরেনাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গেলেন নাওমি ওসাকা।

এদিনের সেমিফাইনালে থাকে টানটান উত্তেজনা। ম্যাচের প্রথম থেকেই আক্রামণাত্মক টেনিস খেলেন ওসাকা। তাঁর জোরালো ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ডের বারবার পরাস্ত্র করে সেরেনাকে। এই হারের ফলে ২৪তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আপাতত অধরাই রয়ে গেল সেরেনার কাছে। ম‍্যাচ হেরে হতাশ সেরেনা।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নাদালের

Advt