ফের বড় ধাক্কা শেয়ারবাজার, ৩৭৯ পয়েন্ট নামল সেনসেক্স

0
2

?সেনসেক্স ৫১,৩২৪.৬৯ (⬇️ -০.৭৩%)

?নিফটি ১৫,১১৮.৯৫ (⬇️ -০.৫৯%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে বৃহস্পতিবার বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৩৭৮ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। তবে এই পতনে উদ্বেগের কিছু দেখছেন না বিনিয়োগকারীরা। আগামীতে শেয়ারবাজার আরো চড়তে পারে বলে আশা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩৭৯.১৪ পয়েন্ট বা -০.৭৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫১,৩২৪.৬৯। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -৭৯.৯৫ পয়েন্ট বা -০.৫৯ শতাংশ নেমে হয়েছে ১৫,১১৮.৯৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তাতে এই পতনে খুব একটা বিচলিত হচ্ছেন না বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:বামেদের রেল রোকো কর্মসূচির জেরে ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt