রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে রীতিমতো কপালে ভাঁজ মধ্যবিত্তের । কারণ,দাম বাড়তে বাড়তে ৮০০ টাকার ঘরে পৌঁছেছে। এবার সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিল কেন্দ্রের সিদ্ধান্ত । দাম আকাশছোঁয়া হলেও ভর্তুকি বাড়ার কোনও সম্ভাবনা নেই । এর ফলে বছরে যে ১২টি সিলিন্ডারে ভর্তুকি মেলে, তা-ও প্রায় একই দামে কিনতে হবে।
আজ মঙ্গলবার থেকে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে ৭৯৫.৫০ টাকা হয়েছে। এত দিন দাম ছিল ৭৪৫.৫০ টাকা। কিন্তু তাতে ভর্তুকি মিলছিল ১৯.৫৭ টাকা। অর্থাৎ, খাতায়-কলমে ১২টি সিলিন্ডার ভর্তুকিতে মিললেও তার জন্য প্রায় ৭২৬ টাকা দাম দিতে হচ্ছিল। এ বার সিলিন্ডারের দাম আরও ৫০ টাকা বাড়ল।
গত ১ ফেব্রুয়ারি বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোপণ্যে ব্যাপক হারে ভর্তুকি ছাঁটাই করেছেন। বিশেষজ্ঞদের মতে এর ফলে ভর্তুকি বাড়ার সম্ভাবনা তো নেই, উল্টে তা আরও কমতে পারে। ভর্তুকিহীন ও ভর্তুকিতে পাওয়া সিলিন্ডারের দাম প্রায় একই হওয়া শুধু সময়ের অপেক্ষা।
বিরোধীদের অভিযোগ, এইভাবে কৌশলে প্রায় ২৮ কোটি রান্নার গ্যাসের উপভোক্তার উপরে বাড়তি বোঝা চাপানো হল কেন্দ্রের তরফে।
এবারের বাজেটে পেট্রোপণ্যে ভর্তুকি বাবদ বরাদ্দ কমিয়ে তিন ভাগের এক ভাগ করে দেওয়া হয়েছে। ২০২০-২১-এ পেট্রোপণ্যে ভর্তুকি বাবদ বরাদ্দ হয়েছিল প্রায় ৪১ হাজার কোটি টাকা। কিন্তু সংশোধিত হিসেবে তা ছাঁটাই করে ৩৯ হাজার কোটি টাকার কম করে দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে বরাদ্দ হয়েছে ১৩ হাজার কোটি টাকারও কম।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.