টলিউড ব্যান করুক রুদ্রনীলকে, কড়া ভাষায় আক্রমণ করলেন সোহম

0
3

সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তিনি। আর তারপর থেকেই টলিউডে একের পর এক তাঁরই ঘনিষ্ঠ বন্ধুরা তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। কেউ তাঁকে সরাসরি আক্রমণ করেছেন, কেউ বা আবার ঘুরিয়ে তাঁর বিরুদ্ধে বলেছেন। এবার রুদ্রনীলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি তথা অভিনেতা সোহম চক্রবর্তী।

সোহম বলেন, রুদ্রনীল ঘোষকে টলিউড ইন্ড্রাস্টিতে ব্যান করা হোক। রুদ্রনীল ঘোষের মাফিয়ারাজ মন্তব্যের বিরুদ্ধে একজোট হয়ে টলিউডের সমস্ত সহ কর্মীরা প্রতিবাদ করুক। সহকর্মীদের সবাইকে বলতে চাই, রুদ্রনীল যতক্ষণ সেটে থাকবেন ততক্ষণ কেউ কাজ করবেন না। বিস্ফোরক হয়ে সোহম বলছেন, ‘আর মাফিয়ারাজ? মাফিয়ারাজ তো বিজেপি করছে। ক্ষমতায় না এসেই টলিউডের অভিনেত্রীদের অসম্মান করে যাচ্ছে।’‌

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় ডুব দিয়ে বিক্ষোভ শিক্ষকদের

বিজেপি নেতা রুদ্রনীলের উদ্দেশে সোহমের প্রশ্ন, এত দিন ধরে যদি রুদ্রনীলের এত সমস্যাই হয়ে থাকে, তাহলে আগে কেন জানালো না? বিজেপিতে গিয়ে এখন তৃণমূলের গায়ে কালি ছেটানোর চেষ্টা করছেন কেন?

Advt