আজ নিউ নরমাল সরস্বতী পুজো, পড়ুয়ারা অঞ্জলি দিচ্ছে অনলাইনে

0
2

আজ (new normal Saraswati Puja) সরস্বতী পূজা। বাঙালির ঘরে ঘরে পুজোর আয়োজন করা হয়ে থাকে। বাগদেবীর আরাধনার হয় প্রতিটি স্কুল – কলেজ- সংগীত- শিক্ষা প্রতিষ্ঠানেও। তবে অন্য বারের মতো এবারের সরস্বতী পুজো নয়। করোনা আবহের জেরে সরস্বতী পুজোও এখন নিউ নর্মাল । কিছু স্কুলের পুজো হচ্ছে। তবে সেখানে ঠাসাঠাসি ভিড় নেই। কচিকাচাদের জমায়েত নেই। সবাই সবার থেকে দূরে দূরে দাঁড়িয়ে। মুখে মাস্ক হাতে স্যানিটাইজার আর মনে ভয়। আর যারা স্কুলে আসতে পারছে না তারা পুজো দেবে ভিডিও কলে অনলাইনে। সে যাই হোক। পুজো তো পূজাই।

আর সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজোর দিনে বাসন্তী শাড়ি আর বাসন্তী পাঞ্জাবিতে প্রথম প্রেম নিবেদন বহু বছরের রীতি। সেই আবেগের জোয়ারেও এবার ভাটা। সবাই সাবধানী। সবাই দূরে দূরে।

তবু তো আজ বাগদেবীর বন্দনা । তাই মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই হবে পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্‍সবের আমেজ৷

 

 

Advt