DYFI-এর যুব নেতা মইদুল মিদ্দার মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে বিরাট অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, আন্দোলন থেকে চাকরির প্রতিশ্রুতি, সবটাই পূর্ব পরিকল্পিত! তলে তলে গভীর কোনও ষড়যন্ত্র চলছে বলে মনে করছেন তিনি।

এদিন চা-চক্রে বেরিয়ে দিলীপ ঘোষ বলেছেন, “আমাদের ১৩৫ জন কর্মীর মৃত্যু হয়েছে। খুন করা হয়েছে। কেউ চাকরির কথা বলেনি।” মইদুল মিদ্দার মৃত্যুর ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির আশ্বাস দিয়েছেন বাম যুব নেতার পরিবারকে। তার প্রেক্ষিতেই রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্য। যদিও দিলীপের এহেন দাবি বা বক্তব্য কতটা যুক্তিসঙ্গত সে ব্যাপারে প্রশ্ন থাকছেই।
পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন মইদুল। টোটো চালিয়ে চালাতেন সংসার। একাধিক সন্তান, স্ত্রী রয়েছেন পরিবারের। এই অবস্থায় বাড়ির কর্তার চলে যাওয়ার ঘটনা কতোটা বেদনাদায়ক তা অনুধাবনে দীর্ঘশ্বাস পড়বে কেবল। স্বভাবতই হন্যে হয়ে রোজগারের কোনও পথ খুঁজে বের করতে হতো মিদ্দা পরিবারকে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর চাকরির প্রস্তাবকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। সেখানে বেসুরো দিলীপ। বিজেপি রাজ্য সভাপতির মতে, “হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর এত দরদ উথলে উঠল?”
আরও পড়ুন: ‘হাত ছাড়া’ হওয়ার ভয়? সরস্বতী পুজোয় সারাদিন নন্দীগ্রামে শুভেন্দু






































































































































