কৃষি আন্দোলনকে সমর্থন এবং ‘টুলকিট’ শেয়ার করে বিপাকে পড়েছেন দিশা রবি (Disha Ravi)। ২২ বছর বয়সী এই পরিবেশবিদ এবং সমাজকর্মীকে গত শনিবার বেঙ্গালুরু (Bengaluru) থেকে গ্রেফতার করেছিল পুলিশ। দিশা রবির গ্রেফতারির ঘটনা এখন পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। স্বভাবতই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

মঙ্গলবার দিল্লি পুলিশ (Delhi Police) কমিশনার এসএন শ্রীবাস্তব সাংবাদিকদের বলেছেন, “স্বাধীনতা দিবসে যে হিংসা ছড়িয়ে পড়েছিল তার বিরুদ্ধে আমরা তদন্ত শুরু করেছি। টুলকিট শেয়ার করার ব্যাপারে তদন্তকারী দল নিয়োজিত রয়েছে। আরও তথ্য পাওয়া এখনও বাকি রয়েছে। সমস্ত নিয়ম মেনেই দিশা রবিকে আমরা গ্রেফতার করেছি। আইন সকলের জন্য সমান। সে অভিযুক্তের বয়স ২২ বছর হোক কিংবা ৫০। গ্রেফতারির ব্যাপারে আদালতও সম্মতি দিয়েছিল। আপাতত আমরা ওনাকে পাঁচ দিনের রিমান্ডে রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, দিল্লি সীমানা লাগোয়া এলাকায় কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে টুইট (Tweet) করেছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। গ্রেটার শেয়ার করা টুলকিট (Toolkit) পোস্ট করেছিলেন দিশা। গ্রেটার শেয়ার করা টুলকিট সে এডিট করেছিল বলে অভিযোগ। এই মামলায় আইনত ব্যবস্থা নেওয়া হয় দিশার বিরুদ্ধে। খালিস্তানি গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ তার বিরুদ্ধে। দিশার গ্রেফতারির প্রতিবাদে মোদি সরকারকে একযোগে সমালোচনা করেছে কংগ্রেস, আম আদমি পার্টির মতো বিরোধী দলগুলি। পাকিস্তানের পক্ষ থেকেও করা হয়েছে সমালোচনা।
আরও পড়ুন: রাহুল গান্ধী ‘পরিযায়ী শ্রমিক’, কেন বলল বিজেপি?






































































































































