অতিমারির জের : ৪ টি বড় শহরে নাইট কার্ফু জারি

0
3

করোনাভাইরাসের প্রকোপ রুখতে গুজরাট সরকার নাইট কার্ফু জারি করল চারটি বড় শহরে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্ফু। অতিমারির বিস্তার রোধ করতে আহমেদাবাদ, সুরাট, ভাদোদরা এবং রাজকোটে রাতের কার্ফু জারি হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পঙ্কজ কুমার জানিয়েছেন, নাইট কার্ফুর সময় ১ ঘণ্টা কমানো হয়েছে। যেখানে রাত ১১ টা থেকে সকাল ৬ টা ছিল সেখানে রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত করা হয়েছে।

পঙ্কজ কুমার আরও জানিয়েছেন, রাতের কার্ফু গুজরাটের ৪ টি মেট্রো শহরে জারি করা হচ্ছে। মধ্যরাত থেকে সকাল ৬ টা পর্যন্ত। ১৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।

আরও পড়ুন-পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা কবে পাবেন ভ্যাকসিন? আভাস দিল কেন্দ্র

গত বছর নভেম্বরে দীপাবলির পর COVID-19-এর জেরে সরকার এই চারটি শহরে নাইট কার্ফু জারি করেছিল। ৩১ জানুয়ারি অবধি রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত করা হয়েছিল। রবিবার গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা ২৪৭ জন। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬৫২৪৪।

Advt