বক্তৃতা দিতে দিতেই জ্ঞান হারালেন গুজরাটের মুখ্যমন্ত্রী রুপানি

0
1

বিতর্কিত লাভ জেহাদ নিয়ে ভদোদরার এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন গুজরাটের (gujrat) মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (vijay rupani)। হঠাৎই ছন্দপতন। বক্তৃতা দিতে দিতেই সংজ্ঞাহীন (fainted) হয়ে লুটিয়ে পড়লেন মঞ্চে। নিরপত্তারক্ষীরা শেষ মুহূর্তে তাঁকে ধরে ফেলায় বড় কোনও আঘাত লাগেনি মুখ্যমন্ত্রীর। রবিবার এই ঘটনার পরেই তাঁকে কপ্টারে নিয়ে যাওয়া হয় আমেদাবাদের হাসপাতালে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

রবিবার ভদোদরার নিজামপুরে পুরভোটের প্রচার উপলক্ষ্যে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। কিছুক্ষণ বক্তব্য রাখার পরই তিনি মঞ্চে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে নেন তাঁর নিরাপত্তারক্ষী ও মঞ্চে আসীন দলীয় সদস্যরা। সূত্রের খবর, বিজয় রুপানি এখন অনেকটাই সুস্থ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে কথাও বলেছেন। এদিন মঞ্চ থেকে বক্তৃতায় বিজয় রুপানি গুজরাটে বিতর্কিত লাভ জেহাদ আইন আনার কথা বলছিলেন। হঠাৎ তাল কাটে। মঞ্চে থাকা নেতা ও নিরাপত্তারক্ষীরা দেখেন, কথা বলতে বলতেই রুপানি থমকে যাচ্ছেন। কিছু বুঝে ওঠার আগেই মুখ্যমন্ত্রী সংজ্ঞাহীন হয়ে পড়েন। যদিও নিরাপত্তাকর্মীরা ধরে ফেলায় শারীরিক আঘাত লাগেনি তাঁর।

গুজরাট বিজেপির প্রধান সি আর পাতিল জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর শরীর ভালো যাচ্ছিল না। এদিন তাঁর রক্তচাপ হঠাৎ করে কমে যায়। সেই কারণেই তিনি সংজ্ঞা হারান। তবে কিছুক্ষণেই তাঁর জ্ঞান ফিরে আসে। হাসপাতালে চেক আপ করানো হয়।

আরও পড়ুন- রয় কৃষ্ণার গোলে লিগ শীর্ষে এটিকে মোহনবাগান

Advt