ফের রাজ্যে ‘গোলি মারো’ স্লোগান। জামুড়িয়ায় (Jamuria) এই স্লোগান দেন বিশ্ব হিন্দু পরিষদ (Vhp) এবং বজরং দলের (Bajrang dal) সদস্যরা। সম্প্রতি দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য রিঙ্কু শর্মা (Rinku Sharma) খুন হন। তার প্রতিবাদে রবিবার বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা যৌথভাবে বিক্ষোভ সমাবেশ ডাক দেন। মিছিলটি জামুড়িয়া ১১ নম্বর কালী মন্দির থেকে জামুড়িয়া থানা মোড় পর্যন্ত হয়। এই মিছিল থেকেই ওই বিতর্কিত স্লোগান তোলা হয় বলে অভিযোগ। বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা রিঙ্কুর হত্যাকারীকে খুন করার হুমকি দিয়ে “গোলি মারো” স্লোগান (Slogan) তোলেন।
আরও পড়ুন:ভোটকর্মীরা ‘ফ্রন্টলাইন’ কর্মী, অগ্রাধিকারের ভিত্তিতে পাবেন কোভিড টিকা,ঘোষণা কমিশনের
শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arbindra Kajriwal) বিরুদ্ধেও অশালীন শব্দ ব্যবহার করেন। সন্তোষ সিং, প্রমোদ পাঠক-সহ স্থানীয় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদ কর্মী সোমনাথ গোপ বলেন, রিঙ্কু একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর হত্যায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা অত্যন্ত ক্ষুব্ধ। তুমি কি ধরনের স্লোগান তোলা নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





































































































































