চেন্নাইয়ে( chennai) দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে ২৪৯ রানে এগিয়ে ভারত( india)। দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ভারতের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৫৪। সিরিজে সমতা ফেরানোর হাতছানি রয়েছে বিরাট কোহালিদের( virat kohli) সামনে।

রবিবার ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে শুরুতেই ৩২৯ রানেই অল-আউট হয়ে যায় বিরাট কোহলির দল। ৩২৯ টার্গেট নিয়ে খেলতে শরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। ভারতের বোলিং লাইনের কাছে কার্যত নত স্বীকার করে বার্ন, সিবলি, জো রুট, বেন স্টোকসরা। প্রথম টেস্টে দ্বিশতরান করা জো রুট এদিন করলে মাত্র ৬ রান। স্টোকস করেন ১৮। ৪২ রান কর অপরাজিত থাকেন বেন ফোকস। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন রবীচন্দ্র অশ্বিন। দুটি করে উইকেট নেন ইশান্ত শর্মা এবং অক্সর প্যাটেল। একটি উইকেট নেন সিরাজ।
১৩৪ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তবে শুরুতেই ধাক্কা খায় বিরাট কোহলির দল। মাত্র ১৪ রানে আউট হয়ে যান শুভমন গিল। ভারতের হয়ে এখন ব্যাট করছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পুজারা।
আরও পড়ুন:দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন অশ্বিন







































































































































