হরিয়ানার রোহতকে কলেজে চলল গুলি। এক দুষ্কৃতী রোহতকের একটি কলেজের জিমনাশিয়ামে ঢুকে চালালো এলোপাথাড়ি গুলি। ২ মহিলা কুস্তিগির-সহ ৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : প্রতিবাদের অধিকার থাকলেই যত্রতত্র যখন তখন করা যায় না: সুপ্রিম কোর্ট

পুলিশ সূত্রে খবর, ২ কোচের মধ্যে শত্রুতার জেরেই এই হামলা। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে পালায় হামলাকারী। তদন্তে নেমেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, কলেজের জিমনাশিয়ামে কোচ ও কিছু কুস্তিগির প্রাক্টিস করছিলেন শুক্রবার সন্ধেয়। সেই সময়ই সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি চলে। রোহতকের পুলিশ সুপার রাহুল শর্মা জানিয়েছেন, ‘পুলিশের দল গঠন করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করার জন্য়। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।’

আরও পড়ুন : তবে কি রাজরোষ! বিহারে বুলডোজার চলল প্রশান্ত কিশোরের বাড়িতে
পুলিশ জানাচ্ছে, মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে তথ্য জোগাড় করার কাজ চলছে। সোনিপথের বাসিন্দা মনোজ কুমার ও তাঁর স্ত্রী সাক্ষী এই ঘটনার সাক্ষী। উত্তরপ্রদেশের অপর মহিলা কুস্তিগির পুজা, কোচ সতীশ কুমার ও প্রদীপ মালিক প্রাণ হারিয়েছেন এই ঘটানায়। আহতরা রোহতকের পিজিআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন।




































































































































