শহরের একটি পাঁচতারা হোটেলে তৈরি হচ্ছে ওয়াররুম। কন্ট্রোল রুম, ওয়াচ রুম, কনফারেন্স রুম। রণনীতি স্থির হবে ওই পাঁচতারা হোটেলের সবথেকে গোপন কুঠুরিতে। ষা বিশ্বস্ত দু-একজন ছাড়া আর কেউই জানতে পারবেন না। এবারের ভোটে এমনই চমক দিতে তৈরি হচ্ছে বিজেপি। এই ঘটনা বাংলার রাজ্য-রাজনীতিতে তো বটেই জাতীয় রাজনীতিতেও সম্ভবত প্রথমবার। শহরের কোনও পাঁচতারা হোটেলকে পরিণত করা হবে রাজনীতির ওয়ার রুমে। বিশেষ সূত্রের খবর, শহরের একটি পাঁচতারা হোটেল থেকে এবার বিধানসভা ভোট পরিচালনা করবেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। আর ভার্চুয়ালি প্রতিমুহূর্তের রণনীতি স্থির করে দেবেন স্বয়ং অমিত শাহ।

মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর তো রয়েছেই। পাশাপাশি হেস্টিংসে খোলা হয়েছে নির্বাচনী কার্যালয়ও। নেতৃত্বের বসার জায়গার পাশাপাশি সেখানে কনফারেন্স রুম, আইটি রুম, সোশ্যাল মিডিয়া টিমের বসার জায়গাও রাখা হয়েছে। প্রতিদিন ২৫০ জনের খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাংবাদিক বৈঠক করার জন্য রয়েছে পৃথক জায়গা। তবে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে পাঁচতারা হোটেলের এই কার্যালয়কে দুর্ভেদ্য ঘাঁটি করে ফেলতে চাইছে বিজেপি। ভিতরে কী হচ্ছে, তা যেন কাকপক্ষ্মীও টের না পায়। সাংবাদিকদের তো কোনওভাবেই সেখানে ঢুকতে দিতে চায় না বিজেপি নেতৃত্ব। ভোটের গুরুত্বপূর্ণ সমস্ত বৈঠকও এখানেই করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে শহরের আরও দু’টো গেস্ট হাউজ ভাড়া নেওয়া হয়েছে। অর্থাৎ ২১ এ বাংলা দখলের জন্য রীতিমত রাজসূয় যজ্ঞের আয়োজন করতে শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।





































































































































