অজিত দোভালকে হত্যার ছক কষেছিল পাকিস্তান, জানাল ধৃত জঙ্গি

0
2

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপরে হামলার ছক কষেছিল পাকিস্তান। কারণ, পাকিস্তানে যে সার্জিকাল স্ট্রাইক করা হয়েরছিল তার অন্যতম কারিগর ছিলেন এই অজিত দোভাল। শ্রীনগর থেকে ধরা পড়া জয়েশ-ঈ-মহম্মদ জঙ্গি হিদায়েত উল্লা মালিককে জেরা করে এমনই তথ্য পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। ধৃত জঙ্গি জানিয়েছে দীর্ঘ সময় ধরে সে অজিত দোভালের প্রতিটি গতিবিধির উপরে নজর রাখত। তাঁর বেরোনোর সময়, ফেরার সময়, তাঁর কর্মস্থল এমনকী বাড়িতেও বেশ কয়েকবার গোপনে গিয়েছিল সেই জঙ্গি। আর সেই সব তথ্য পাঠিয়ে দেওয়া হত পাকিস্তানে।

তদন্ত জানা গিয়েছে ২০১৯ সালের ২৪ মে শ্রীনগর থেকে ইন্ডিগোর বিমানে চেপে দিল্লি আসে হিদায়েত। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তথা সিআইএসএফ-এর দফতরেও বেশ কয়েকবার ঘুরে এসেছে সে। যাবতীয় তথ্য সংগ্রহ করেছে সে। শুধু তাই নয় দোভালের উপরে কীভাবে হামলা চালানো যায় সেই ছকও কষেছিল সে।

Advt