- কুলতলির সভাকে হার মানিয়েছে কুলপির সভা।
- একা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে 100 নেতাকে নিয়ে এসে রাজ্যে ক্যাম্প করতে হচ্ছে।
- একা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঞ্জিনকে রুখতে 500 ইঞ্জিন দরকার হচ্ছে।
- দম বন্ধ হয়ে আসছে বলে বিজেপির আইসিইউতে ভর্তি হচ্ছে।
- দক্ষিণ 24 পরগনায় 31-এ 31- এই চ্যালেঞ্জ আপনাদের নিতে হবে।
- মানুষের হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ফেলা যাবে না।
- আগামী 50 বছর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন।
- এত ভয় কিসের? আমার নাম নিয়ে কথা বলুন।
- বিজেপি নেতাদের মুখে শুধু জয় শ্রীরাম স্লোগান আছে, উন্নয়নের কোন কথা নেই।
- বিজেপির ডবল ইঞ্জিন মানে ইডি-সিবিআই।
- মহিলাদের সম্মান করে না বিজেপি।
- এ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, এই লড়াই বহিরাগতদের বাংলা থেকে তাড়ানোর লড়াই।
- বাংলার মহিলা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত আক্রমণ।
- দিলীপ ঘোষ মা দুর্গাকে অপমান করছেন।
- স্বাস্থ্যসাথী কার্ড যুগান্তকারী প্রকল্প।
- বাংলা লোকেদের নাম পর্যন্ত সঠিকভাবে উচ্চারণ করতে পারে না।
- আগে চিন যে অংশ দখল করে রেখেছে ভারতের, তাঁদের তাড়ান।
- তারা কোথায় কোথায় কার সঙ্গে যোগাযোগ রাখছিল সেটা আমরা জানি।
- গদ্দারগুলি এবার বের হচ্ছে দল থেকে।
- এবার তৃণমূল আড়াইশো পার করবে।
- দক্ষিণ 24 পরগনার মানুষ বাংলাকে দেখিয়ে দিয়েছে।
- বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, গুজরাট থেকে লোক এসে তাঁকে অপমান করবে?।
- অমিত শাহকে ‘জয় সিয়ারাম’ বলতে হবে।
- মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গার প্রতিচ্ছবি, আগামী দিনে দিনে অসুর বধ করবেন।
- দিদি জিতছে।
- নোট নেবেন পদ্মফুলের, ভোট দেবেন জোড়াফুলে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.