আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প। পরপর দু’বার।
শুক্রবার রাত ১০.৩১ মিনিটে প্রথমবার ভূমিকম্প। কম্পনের উৎসস্থল তাজিকিস্তান। আফগান ফাইজা গ্রাম থেকে ৩০০ কিমি নিচে। দ্বিতীয় ভূমিকম্প রাত ১০.৩৪ মিনিটে। যার এপিসেন্টার ছিল অমৃসরের মাটি থেকে ১০কিমি নিচে। ফলে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, এনসিআর, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। রাত অবধি হতাহতের খবর না মিললেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রাতের প্রথম কম্পনের মাত্রা ছিল সিসমোগ্রাফে ৬.৩ ও দ্বিতীয়টি ছিল ৬.১। ভারতের অমৃতসরে সবচেয়ে বেশি কম্পন লক্ষ্য করা গিয়েছে। তবে দুই ক্ষেত্রেই কম্পনের মাত্রা যথেষ্ট হওয়ায় চিন্তায় ভূবিজ্ঞানীরা।
আরও পড়ুন- ‘কেউ প্রভাবিত করছেন বিশ্বজিৎকে’, পাল্টা দিলেন শান্তনু
 
 
 
 
 
 






























































































































