আনুষ্ঠানিকভাবে তৃণমূল (TMC) ত্যাগ করা এখন শুধুই সময়ের অপেক্ষা ৷
“দলের রাশ মমতার হাতে নেই”, এই মন্তব্য করার পরেই টুইটার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি সরালেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)৷ আর দলনেত্রীর ছবি বদল করে আনলেন স্বামী বিবেকানন্দের ছবি৷
শুক্রবার রাজ্যসভায় (Rajya Sabha) নিজেই সাংসদ পদ থেকে ইস্তফার ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী৷ কারন হিসাবে তিনি বলেছেন, “চুপ করে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল। মানুষের জন্য কাজ করতে পারছিলাম না”৷
আর তৃণমূলের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কিছুক্ষণ পরই টুইটার হ্যান্ডেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলেন দীনেশ ত্রিবেদী। রাজ্যসভা থেকে বেরনোর পরই প্রোফাইলের কভার ছবি বদলে ফেলেন তিনি।
তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর টুইটার হ্যান্ডেলের কভার ফটোতে ছিল তাঁর ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি গ্রাফিক্স। তাতে ছিলো তৃণমূলের প্রতীকও। এদিন বিকেলেই দেখা গেলো সেই ছবির বদলে রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি, পিছনে জাতীয় পতাকা। এবং ত্রিসীমানায় তৃণমূল নেই।
এদিন ইস্তফার কথা ঘোষণার পর সংসদ থেকে বেরিয়ে তিনি বলেন, দলের রাশ কর্পোরেট সংস্থা আর অযোগ্য নেতৃত্বের হাতে চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর দলের রাশ নেই।
তিনি তৃণমূল ত্যাগ করছেন কি না তা নিয়ে স্পষ্ট করে কিছু না জানালেও এদিনই টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়ার ঘটনায় স্পষ্ট হয়েছে, দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা যে কোনও মুহুর্তেই করতে পারেন দীনেশ ত্রিবেদী৷