অবরোধ তুলতে এলে পুলিশকে রসগোল্লা-চকোলেট-গোলাপে স্বাগত বনধ সমর্থকদের

0
2

শুক্রবার সকাল থেকে ১২ ঘন্টার বাংলা বনধ-এর কর্মসূচি নিয়েছে বামেরা। সমর্থন করছে কংগ্রেস। বেলা বাড়তেই জেলায় জেলায় অবরোধ শুরু করেছে ন ধর্মঘটীরা। তবে জোর করে যাতে বনধ করে যাতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো না হয়, তার জন্য তৎপর পুলিশ প্রশাসন।

তবে এবারের ধর্মঘটে হিংসা নয়, একটু সহানুভূতির বার্তা দিতে চাইছে বামেরা। তাই ট্রাডিশনাল বনধের মেজাজ থেকে সরে এসে শুক্রবারের চূচুড়া রোডে বাম কর্মীদের অবরোধের ছবিটা ছিল অনেকটাই আলাদা। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে কোনও বচসায় না গিয়ে মিষ্টি মুখ করানোর কৌশল নেয় বনধ সমর্থকরা। কোথাও রসগোল্লা দিয়ে, কোথাও আবার চকোলেট দিয়ে।

যশোর রোডে অবরোধ তুলতে এলে পুলিশকে দামি ব্রান্ডের চকোলেট দেওয়ার ছবি ধরা পড়েছে। আবার কোথাও পুলিশের হাতে গোলাপ ফুলও ধরিয়ে দিয়েছেন ধর্মরাঘটীরা। চকোলেট বা ফুল দেওয়ার সময় বামকর্মীদের বলতে শোনা গেল, ‘আপনারা আমাদের লাঠিপেটা করেছেন, আমরা আপনাদের চকোলেট দিচ্ছি”!

যদিও বামেদের এই অভিনব কৌশলকে এড়িয়ে গিয়ে নিজেদের কাজই করতে দেখা যায় পুলিশকে। রসগোল্লা, চকলেট কিংবা গোলাপ দিয়ে তাঁদের স্বাগত জানাতে একে পুলিশ তা নিতে অস্বীকার করে এবং অবরোধ তুলতে তৎপরতা দেখায়।

Advt