বামেদের ১২ ঘণ্টার হরতালে মিশ্র সাড়া উত্তরবঙ্গে

0
1

সিপিএম এবং কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার বনধে মিশ্র সাড়া পড়ল মালদা জেলায়। শুক্রবার সকাল থেকেই যান চলাচল ছিল স্বাভাবিক। তবে চোখে পড়েনি বেসরকারি বাস। এদিকে ধর্মঘট সফল করতে সকাল থেকেই শহরের রাজপথে মিছিল করে বামেরা। রথবাড়ি, ফোয়ারা মোড়-সহ একাধিক রাস্তায় বনধের সমর্থনে মিছিলে হাঁটেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। বনধ সফল করতে রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ করা হয় কিছুক্ষণের জন্য। যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র জানান, বৃহস্পতিবার নবান্ন অভিযানে তাদের কর্মীদের ওপর নির্মম ভাবে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন বাম কর্মী-সমর্থক গুরুতর ভাবে আহত হয়েছে। এরই প্রতিবাদে আজ তারা রাজপথে।

অন্যদিকে বনধের জেরে কোচবিহারের জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়ে যায়। শুক্রবার সকাল থেকে কোচবিহারের নানা এলাকায় বাম সমর্থকেরা রাস্তায় নেমে পড়েন। কেশব রোডে টায়ারে আগুন ধরিয়ে রাস্তায় ফেলে বিক্ষোভ বনধ সমর্থকদের। বনধ ঘিরে থমথমে কোচবিহার। সরকারি বাস চলছে। তবে বেসরকারি বাসের দেখা নেই

Advt