রেকর্ডের হাতছানি! প্রয়োজন আর একটা শতরান! অধিনায়ক হিসাবে আর একবার তিন অঙ্কের রানে পৌঁছলেই রিকি পন্টিংকে পেরিয়ে যাবেন বিরাট কোহলি।
এই মুহূর্তে শতরানের সংখ্যায় পন্টিং এবং কোহলি একই বিন্দুতে। দুজনেরই অধিনায়ক হিসাবে শতরান সংখ্যা ৪১। যদিও কোহলি (১৮৮) অনেক কম ম্যাচ খেলেছেন পন্টিংয়ের (৩২৪) চেয়ে।
গত বছরে কোনও শতরান পাননি, এ-বছর শুরু করেছেন চেন্নাইতে দ্বিতীয় ইনিংসে ৭২ রান করে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট যা শুরু হবে চেন্নাইতে শনিবার, আশা করা হচ্ছে ব্যাট হাতে পুরনো ছন্দে ফিরবেন কোহলি এবং তিন অঙ্কে পৌঁছে ভেঙে দেবেন অধিনায়ক হিসাবে সর্বাধিক শতরানের রেকর্ড।
ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭০টি শতরান করেছেন কোহলি। শচিনের ১০০টি আন্তর্জাতিক শতরানের রেকর্ড রয়েছে। বিরাট আদৌ সেটা ভাঙতে পারবেন কিনা, সময় বলবে। তবে একদিনের ক্রিকেটে শচীনের সর্বাধিক শতরানের রেকর্ড (৪৯)। কিন্ত্ত সেটা আর নিরাপদ নয়, কারণ কোহলি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ৪৩-এ।