বাম(Left) ছাত্র-যুবদের (Student Youth) নবান্ন (Nabanna) অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বৃহস্পতিবার। আর শুক্রবার আজ, শুক্রবার ১২ ঘন্টার বনধ (Strike) ডেকেছে বাম ও সহযোগী দলগুলি। তবে নবান্নের শীর্ষকর্তারা জানিয়ে দেন, অন্য ধর্মঘটের মতোই কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাধারণত করোনা (Corona) পরিস্থিতি শুরু হওয়ার পর প্রতি শুক্রবার স্যানিটাইজেশন হওয়ার কারণে নবান্ন বন্ধ থাকে। কিন্তু বামেরা ধর্মঘট ডাকার ফলে আজ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য কর্মীদের হাজিরা (Attendance) যে বাধ্যতামূলক তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে নবান্ন-এর তরফে।
আরও পড়ুন:‘শাহ নন্দীগ্রাম থেকে ভোটে লড়ুন, জিতলে মন্ত্রী করবো’ ,চ্যালেঞ্জ ছুড়লেন মমতা
তবে শুধু নবান্ন নয়, রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের ১০০ শতাংশ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। জনজীবন স্বাভাবিক। দীর্ঘ ১১ মাস পর করোনা বিধি মেনে আজ থেকে খুলছে রাজ্যের স্কুলগুলি। সকাল থেকে অনেককেই স্কুলমুখী হতে দেখা গিয়েছে।