জোর করে ধর্মঘটের সমর্থনে পথে বামেরা, তৎপর পুলিশও

0
1

বামেদের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে সকাল থেকে জনজীবন স্বাভাবিক দেখে জোর করে ধর্মঘটের পথে হাঁটা শুরু করে ধর্মঘটীরা। কয়েকটি জেলায় ধর্মঘটের সমর্থনে বাম-কংগ্রেসের পথ অবরোধের খবর আসতে শুরু করেছে।

তবে তৈরি ছিল প্রশাসনও। কোথাও কোথাও ইতিমধ্যেই পুলিশ বনধ সমর্থকদের হটিয়ে দিতে সমর্থ হয়েছে। বর্ধমানের কার্জন গেটে, আসানসোলের বাসস্ট্যন্ডে, সিউড়িতে ও তমলুকের নিমতৌড়িতে রাস্তা অবরোধের চিত্র চোখে পড়ছে। তবে তমলুকের নিমতৌড়িতে এবং বর্ধমানের কার্জন গেটের সামনে থেকে অবরোধকারীদের হটিয়ে দিয়েছে পুলিশ। এই নিয়েও সাময়িক উত্তেজনাও তৈরি হয়েছে ওই দুটি এলাকায়।

আরও পড়ুন:বেলা বাড়তেই অবরোধের পথে বামেরা, সুজনের নেতৃত্বে যাদবপুরে রেল অবরোধ

অন্যদিকে, পুরাতন মালদহের চৌরঙ্গী মোড়ে বনধের সমর্থনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন বনধ সর্মথনকারীরা। সামিল হয়েছেন স্থানীয় বিধায়ক ভুপেন্দ্রনাথ হালদার-সহ বাম ও কংগ্রেসের নেতারা। শহরের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বনধের সমর্থনে ছাত্র পরিষদ এবং এসএফআই যৌথভাবে পিকেটিং শুরু করেছে।

Advt