কোনও গুজুভাইয়ের সঙ্গে সেটিং হয়েছে নিশ্চয়ই। অনেক কিছু দেবে হয়তো। তাই তৃণমূল কংগ্রেসের (tmc) পিঠে ছুরি মেরে বিজেপিতে (bjp) যাচ্ছে। রাজ্যসভার পদত্যাগী সাংসদ দীনেশ ত্রিবেদীর (dinesh trivedi) তৃণমূল-ত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (kalyan banerjee)।
দীনেশের দলত্যাগে তৃণমূলের কোনও ক্ষতি হবে না জানিয়ে কল্যাণ এদিন বলেন, নিজের কেন্দ্রের মানুষের সঙ্গেই তো দীনেশ ত্রিবেদীর কোনও যোগাযোগ ছিল না! সাধারণ মানুষের কোনও দরকারেই ওকে পাওয়া যেত না। উনি চলে যাওয়ায় দলের কোন ক্ষতিটা হবে? কল্যাণের কটাক্ষ, দলের বিরুদ্ধে যদি এতই ক্ষোভ তাহলে ২০১৯-এ লোকসভা ভোটে হারার পর আবার রাজ্যসভায় যেতে রাজি হলেন কেন? বাড়িতে বসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই ওকে সাংসদ করে রাজ্যসভায় পাঠালেন। এখন গুজুভাইদের সঙ্গে সেটিং করে দলের পিঠে ছুরি মারছে। কল্যাণের কথায়, অর্জুন সিং ব্যারাকপুরে প্রার্থী হতে চেয়ে দল ছেড়েছিল। মমতাদি তখন অর্জুনকে প্রার্থী না করে দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করেন। এতটাই সম্মান করতেন তাঁকে। অথচ এখন সেই তিনি দলের বিরুদ্ধে বলছেন!