বনধের গেরোয় পরীক্ষার্থীরা, অবরোধ তোলার অনুরোধে চোখে জল

0
1

শুক্রবার রাজ্যে ১২ ঘণ্টার বনধ চলছে। বনধ ডেকেছে সিপিএম। যার জেরে ভোগান্তিতে পরীক্ষার্থীরা। কোথাও অবরোধ করা হয়েছে রেল, কোথাও আবার বাস, অটো আটকানো হয়েছে। অন্যদিকে ১১ মাস পর আজ থেকে খুলেছে রাজ্যের স্কুলগুলি। কিন্তু একাধিক জায়গায় স্কুলে পৌঁছতেই পারেনি পড়ুয়ারা।

আরও পড়ুন-বিজেপিতে শান্তনু-বিশ্বজিৎ দ্বন্দ্ব চরমে, বনগাঁ উত্তরের বিধায়কের দল ছাড়ার জল্পনা তুঙ্গে

সকাল থেকে হুগলির পাণ্ডুয়া স্টেশনে আপ ও ডাউন লাইনে চলছে রেল অবরোধ। যার জেরে পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে সমস্যার সম্মুখীন হন পরীক্ষার্থীরা। কেউকেউ স্টেশনে দাঁড়িয়ে কেঁদেই ফেললেন। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অবরোধ। এক পরীক্ষার্থীর জানান, যে শিক্ষার দাবিতে বৃহস্পতিবার পথে নেমেছিল বাম যুবরা। শুক্রবার সেই শিক্ষার্থীদেরই চরম নাকাল হতে হল বনধের জেরে। ওই পরীক্ষার্থী বর্ধমানে যাচ্ছিলেন। আইটিআই কলেজে প্র্যাক্টিকাল পরীক্ষা রয়েছে তাঁর।

শুধু হুগলিতেই নয়, বনধের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের চৌপথিতে, কোচবিহারে, চুঁচু্ড়ার দেশবন্ধু সামনে এসএফ আইয়ের পিকেটিংয়ের অভিযোগ ওঠে। প্রায় ১১ মাস পর এদিন স্কুল খুললেও বাধ্য হয়েই বাড়ি ফিরে যেতে হয় অনেক পড়ুয়াদের। শিলিগুড়ি গার্লস স্কুলেও বনধ সফল করাতে বনধ সমর্থক পৌঁছে যায় বলে অভিযোগ। কর্তৃপক্ষের সঙ্গে প্রবল তর্কাতর্কি হয়। পরে বনধ সমর্থকদের বের করে দেয় স্কুল কর্তৃপক্ষ।

Advt