এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হল বিমান ভাড়া

0
1

বিমান ভাড়া বাড়ছে ( airfare hike)। এক ধাক্কায় বেশ অনেকটাই(10% to 30% hike)। সর্বনিম্ন ১০ শতাংশ এবং সর্বোচ্চ ৩০% বৃদ্ধি পেল বিমান ভাড়া। ১৮০ থেকে ২১০ মিনিটের বিমানযাত্রার পথে সর্বোচ্চ দর ১৮,৬০০ টাকা থেকে ৩০ শতাংশ বাড়িয়ে ২৪,২০০ করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ৫৬০০ টাকা বাড়ছে। আর একেবারে কম সময়ের যাত্রাপথের ক্ষেত্রে সর্বনিম্ন যে বিমানযাত্রার দর তা বাড়ানো হচ্চে ১০ শতাংশ। যার পরিমাণ ২০০ টাকা।’

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কেন হঠাৎ বিমান ভাড়া এতটা বাড়ানো হলো ? মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন ( ministry of civil aviation) জানিয়েছে, জ্বালালির দাম বেড়ে যাওয়ায় বিমানের টিকিটের এই দামবৃদ্ধি। পাশাপাশি অসামরিক বিমান চলাচল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দামবৃদ্ধি রুটিন পরিবর্তন। বিভিন্ন পর্যায়ে ৫৬০০ টাকা পর্যন্ত দাম বাড়ছে বিমানযাত্রার।

Advt