সোশাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে কেন্দ্র ও টুইটারকে চিঠি ধরাল সুপ্রিম কোর্ট

0
3

সোশাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে এবার শক্ত হাতে হাল ধরল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্রীয় সরকার ও টুইটারকে নোটিশ ধরালো দেশের শীর্ষ আদালত। সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর ফলে বিভ্রান্তি, হিংস ছড়াচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন একটি বেঞ্চ সোশাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে কেন্দ্র ও টুইটারকে একটি নোটিশ দেয়। তাতে বলা হয়েছে, “বিভিন্ন হিংসা আর দাঙ্গার শিকড় লুকিয়ে থাকে ভুয়ো খবরের মধ্যে। যার অন্যতম চলতি বছর দিল্লি উত্তপ্ত হয়ে ওঠার ঘটনা। সাম্প্রদায়িকতাকে উসকে অশান্তি ছড়ানো হয়েছিল। বর্তমানে ভারতে প্রায় সাড়ে তিন কোটি টুইটার এবং ৩৫ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এর মধ্যে ১০ শতাংশ টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টই ভুয়ো কিংবা গুজব খবর ছড়ায়।”

যাতে কোনওভাবে ভুয়ো খবর না ছড়ায় সেদিকে কেন্দ্র ও টুইটারকে কড়া নজরদারির কথা বলা হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত এই অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-গুজুভাইদের সঙ্গে সেটিং করে দলের পিঠে ছুরি মারলেন, দীনেশকে তোপ কল্যাণের

Advt