প্রত্যাশামতোই বৃহস্পতিবার ঠাকুরনগর জনসভা থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব আইন নিয়ে আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, করোনার টিকাকরণ হয়ে যাওয়ার পরে এই আইন কার্যকর হবে। এই নিয়ে অমিত শাহর এই মন্তব্য নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে কী এমন নথি আছে যা মতুয়াদের কাছে নেই? কোন কাগজে প্রমাণ হবে যে মতুয়ারা নাগরিক নন আর বাকিরা নাগরিক! কুণাল বলেন, আধার কার্ড (Adhar) থেকে ভোটার কার্ড (Voter Card)সবই রয়েছে মতুয়াদের। অথচ তাঁদের নাগরিক নয় বলে ভাঁওতা দিচ্ছে বিজেপি। সিএএ-কে (CAA) সামনে রেখে ভোট যুদ্ধে জিততে চাইছে গেরুয়া শিবির।
লোকসভা নির্বাচনের সময় ঠাকুরবাড়ির নাগরিকত্ব আইনকে সামনে রেখেই জয়ী হয়েছিলেন বিজেপি সাংসদ হন ঠাকুর পরিবারের ছেলে শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। কিন্তু তারপরেও দীর্ঘদিন কেটে গিয়েছে। আলাদা করে কোনও নাগরিকত্ব আইন বা সিএএ চালু করতে পারেনি বিজেপি। এই নিয়ে ইতিমধ্যেই মতুয়া সম্প্রদায়ের অন্দরে ক্ষোভ জমেছে। অমিত শাহের সভায় প্রত্যাশা মতোই ওঠে নাগরিকত্ব আইন প্রসঙ্গ। এবং সেখানেই বলতে গিয়ে গালভরা আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর একেই পাল্টা আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, ভোটের মুখে এটা ভাঁওতা ছাড়া আর কিছুই নয়।
এর আগেও সংসদে তৃণমূল জানিয়েছিল, যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে থেকে দুজন সাংসদ, বিধায়ক, মন্ত্রী হয়েছেন, তাঁরা যদি নাগরিক না হতেন তাহলে এই পদে তাঁরা কীভাবে আসীন হতে পেরেছেন? সেই কথার রেশ ধরেই কুণাল বলেন, নাগরিকত্ব নিয়ে মতুয়া সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছে বিজেপি।
আরও পড়ুন- টিকাকরণের পরই নাগরিকত্ব বিলি, মতুয়া মন জয়ে সিএএ প্রচার শাহের





































































































































