আব্বাসের সঙ্গে কং-বাম সমঝোতা প্রায় বিশ বাঁও জলে

0
2

হায়দরাবাদের AIMIM-এর সঙ্গ না ছাড়লে আব্বাসউদ্দিন সিদ্দিকির সঙ্গে জোটে যাচ্ছে না বাম-কংগ্রেস৷ পরিস্থিতি এমনই, বহু চর্চিত এই ভোটের-জোট বিশ বাঁও জলে তলিয়ে যাওয়ার মুখে৷

ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকির (Abbasuddin Siddiqui) তৈরি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF ) সঙ্গে জোট গড়ে একুশের ভোটে (WB assembly election 2021 ) লড়াই করার প্রস্তুতি নিয়েছিলো বাম-কংগ্রেস (Left- Congress)৷ যদিও কংগ্রেসের লোকসভার দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ( Adhir Choudhury) জানিয়েছেন, “জোট বা আসন সমঝোতা নিয়ে আমার সঙ্গে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি সিদ্দিকির।” এদিকে সূত্রের খবর, মূলত দু’টি কারন প্রস্তাবিত জোটের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে৷

(১) সিদ্দিকি চিঠি লিখে ৪৪টি আসন দাবি করেছেন। এই দাবি বামফ্রন্ট বা কংগ্রেস কেউই মানছে না৷ এত আসন কিছুতেই আব্বাসের দলকে ছাড়বে না ওই দুই দল৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) বলেই দিয়েছেন, “আমরা ৪৪টি আসন ছাড়ার অবস্থা্য় নেই”। ফলে এই আসন ভাগাভাগি নিয়েই একসঙ্গে হাঁটার আগেই দু’তরফের পথ আলাদা হতে চলেছে৷

(২) বাংলার ভোটে এবার লড়তে চায় আসাউদ্দিন ওয়েইসি’র (Asaduddin Owaisi) দল, AIMIM বা ‘মিম’৷ এই লক্ষ্যে গত ৩ জানুয়ারি ওয়াইসি নিজে ফুরফুরা শরিফে গিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গে দু’‌ঘন্টা বৈঠক করেন। এরপরই ওয়েইসির দলের সঙ্গে জোটের কথা ঘোষণা করেন আব্বাস৷ কিন্তু এই জোট মানতে নারাজ বাম- কংগ্রেস। সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ( Md. Selim) বলেছেন, “আমার সঙ্গে সিদ্দিকির কথা হয়েছে। তাঁকে বলেছি, AIMIM-এর সঙ্গে আমাদের বোঝাপড়া সম্ভব নয়।”

জানা গিয়েছে, বাম- কংগ্রেসের এই শর্ত মানতে রাজি নন আব্বাস৷ তিনি বলেছেন, ” AIMIM আগেই আমাদের সঙ্গে জোটের প্রস্তাব দেয়৷ আমরা সহমত হই৷ বামফ্রন্ট বা কংগ্রেস কখনও আমাদের বলতে দিতে পারে না, কার সঙ্গে আমরা জোট করব বা জোট করব না”৷ আব্বাসের প্রশ্ন, ” বাম- কংগ্রেসের হঠাৎ অ্যালার্জি হল কেন ?‌ এর উত্তর পেলে আমরা ওই অ্যালার্জির ওষুধের ব্যবস্থা করব।

বাম-কংয়ের সঙ্গে জোট যে আর হচ্ছে না তা বোঝাতে আব্বাস সিদ্দিকি ‘চরম’ কথাও বলে দিয়েছেন৷ বলেছেন, “বামফ্রন্ট এবং কংগ্রেস, দুজনই মৃত্যুর দিকে হাঁটছে। আমরা ভেবেছিলাম অক্সিজেন দিয়ে এবার বাঁচিয়ে তুলবো। কিন্তু তারা যখন অক্সিজেন চায় না, তখন না হয় ওদের শেষকৃত্যেই হাঁটবো।”

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়ার ঘোষণা করে বাম-কংগ্রেসের উপর কৌশলী চাপ আব্বাসের

Advt