ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতে উত্তপ্ত রাজনীতি। এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) অভিযোগ করেন, রাজ্যের মানুষ ভয়ে কথা বলতে পারছেন না। আর এই নিয়ে তাঁর বিরুদ্ধে সরব হয় শাসকদল। তৃণমূল (Tmc) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, “রাজ্যপালের (Governor) পোশাক পরে ভয় দেখাচ্ছেন ধনখড়”।
বুধবার, একটি অনুষ্ঠানে গিয়ে জগদীপ ধনকড় ফের পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যের প্রশাসনের জন্যই মানুষ ভয়ে রয়েছেন বলে কটাক্ষ করেন তিনি। এমনকী রাজ্যের মানুষ ভয়ে কথাই বলতে পারছেন না বলে অভিযোগ করেন রাজ্যপাল।
এই মন্তব্যের পর পাল্টা আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, “রাজ্যের মানুষকে ভয় পাইয়ে দিচ্ছেন রাজ্যপাল”।
রাজ্যের পুলিশ-প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জগদীপ ধনকড়। তিনি অভিযোগ করেন, পুলিশ-প্রশাসনের রাজনীতিকরণ করা হচ্ছে। শাসকদল পুলিশ ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা বিপন্ন হচ্ছে বলে একাধিক বার টুইটে অভিযোগ করেছেন রাজ্যপাল।
এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ সকালে উঠে রাজ্যের বিরুদ্ধে টুইট করাটা রাজ্যপালের অভ্যেস। সেটা না হলে তিনি অস্বস্তি বোধ করেন। সেটাকে দল গুরুত্ব দিতে নারাজ।
আরও পড়ুন- ওন্দার সভায় নাড্ডার পরিবর্তনযাত্রা’কে তীব্র আক্রমণ কুণালের

































































































































