২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিয়ো অলিম্পিক্স ( tokyo olympic)। টোকিও অলিম্পিক্সে নামার আগে স্বস্তিতে ক্রীড়াবিদরা। কারণ আসন্ন অলিম্পিক্সে খেলতে নামার আগে কিংবা প্রতিযোগিতা চলার সময় কোনও প্রতিযোগীকে আর নিভৃতবাসে থাকার প্রয়োজন নেই। বুধবার এমনটাই নির্দেশ দেওয়া হল জাপান সরকারের তরফ থেকে ।
মঙ্গলবার জাপান সরকারের তরফে থেকে ৩৩ পাতার একটি নিয়মলিপি প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা রয়েছে যে,আসন্ন অলিম্পিক্সে অংশ নেওয়ার জন্য নিভৃতবাসে থাকার কোনও প্রয়োজন নেই। তবে তাদের দেশ ও গেমস ভিলেজে ঢোকার আগে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক। প্রত্যেক খেলোয়াড় ও অলিম্পিক্সের সঙ্গে জড়িত সবাইকে চার দিন অন্তর কোভিড পরীক্ষা করাতেই হবে।
এর পাশাপাশি এও বলা হয়েছে, যদিও অলিম্পিক্সের সঙ্গে জড়িয়ে থাকা কোনও ব্যক্তি বাস, ট্রেনে যাতায়াত করতে পারবেন না। অলিম্পিক্স কমিটির তরফ থেকে দেওয়া গাড়ি ব্যবহার করতে হবে। ম্যাচ খেলা, অনুশীলন করা, খাওয়া দাওয়া, ঘুমোতে যাওয়া ও খোলা জায়গা ছাড়া বাকি সময় সবার মাস্ক পড়ে থাকতে হবে।
আরও পড়ুন:আইসিসি ব্যাটিং এ টেস্ট র্যাঙ্কিং এ একধাপ নামলেন কোহলি