স্বস্তিতে শশী, ২৬ জানুয়ারির ঘটনায় এখনই গ্রেফতার নয়, জানাল সুপ্রিম কোর্ট

0
1

দিল্লিতে ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিলের(Tractor Rally) সময় একটি টুইট করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর(Shashi Tharoor)। যে টুইটে এক কৃষকের মৃত্যুকে কেন্দ্র করে অসত্য তথ্য প্রকাশ করেছিলেন তিনি। যার জেরে ওই সাংসদ ও একাধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ। এ ঘটনায় পাল্টা শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন শশী থারুর ও ৬ সাংবাদিক। সেই মামলাতেই মঙ্গলবার শীর্ষ আদালতের তরফের স্বস্তি পেলেন অভিযুক্তরা। তাদের গ্রেফতারের ওপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দুই সপ্তাহ পরে ফের শুনানি হবে এই মামলার।

আরও পড়ুন:দলে কেউ অন্যায় করলে বরদাস্ত নয়: শুধু নিজের পরিবারকে দেখলে আমি পাশে নেই: মমতা

উল্লেখ্য, কংগ্রেস সাংসদ শশী থারুর সহ ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে মামলা দায়ের হয়েছিল। যেখানে অভিযোগ করা হয়, ও কৃষকের মৃত্যু নিয়ে খবর ছড়িয়ে ছিলেন তারা। যার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অপরাধমূলক ষড়যন্ত্র ও হিংসায় উস্কানি সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। এরই বিরুদ্ধে পাল্টা আদালতের দ্বারস্থ হন অভিযুক্তরা। আবেদন জানানো হয় এফআইআর রদ করার জন্য। সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। সেখানেই অভিযুক্তদের গ্রেফতারির উপর নিষেধাজ্ঞা জারি করল আদালত।

Advt