অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে দুরন্ত জয় সেরেনা, ভেনাসের

0
2

অস্ট্রেলিয়ান ওপেনে ( Australian open)প্রথম রাউন্ডে দুরন্ত জয় সেরেনা উইলিয়ামসের(serena williams)। প্রথম রাউন্ডে তিনি হারালেন জার্মানির লরা সিগমন্ডকে। ম‍্যাচের ফলাফল ৬-১, ৬-১।

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে চোটের কারণে খেলা প্রায় অনিশ্চিত ছিল সেরিনার। সেখান থেকে দুরন্ত প্রত‍্যাবর্তন করেন ২৩ টি গ্র‍্যান্ড স্ল‍্যাম জয়ীর মালকিন।

ওপরদিকে অস্ট্রেলিয়ান ওপেনে জয় পেলেন ভেনাস উইলিয়ামস( venus williams)। তিনি হারালেন কার্স্টেন ফ্লিপকেন্সকে। ম‍্যাচের ফলাফল ৭-৫, ৬-২।

আরও পড়ুন:ভারতীয় বোর্ডকে ড্রোন ব‍্যবহারে অনুমতি কেন্দ্রীয় সরকারের

Advt