সাংবাদিক সুমন কি বিজেপি ঘনিষ্ঠ হতে চাইছেন?

0
3

দীর্ঘ কারাবাসের পর আই-কোর চিটফান্ডকাণ্ডে জামিন পেয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি তিনি।
কিন্তু শনিবার আরএসএসের মনোভাবসম্পন্ন সীমান্ত চেতনা মঞ্চের অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে তাঁর বক্তব্য এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএসের তাবড় তাবড় নেতারা। সংগঠনের দায়িত্ব প্রাপ্ত সদ্য-প্রাক্তন বিজেপি নেতা সুব্রত চট্টোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচারক প্রদীপ যোশি, রাজ্যের কার্যবাহী সম্পাদক জিষ্ণু বসু প্রমুখ। সাংবাদিক কেরিয়ারে সুমনবাবু প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল তার। কিন্তু কখনো বিজেপি নেতাদের সংস্পর্শে তাকে দেখা যায়নি। বরং তার লেখনিতে তিনি বহুবার বিজেপির কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। অথচ সেই সুমনবাবু আরএসএস ঘনিষ্ঠ সংগঠনের অনুষ্ঠানে কেন যোগ দিলেন, বক্তব্য রাখলেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।
বঙ্গ বিজেপি নেতাদের বক্তব্য, মুকুল রায়কে দলে নেওয়ার পর অনেক সমালোচনা শুনতে হয়েছে। এখন সুমনবাবুর মতো সাংবাদিক বিজেপি ঘনিষ্ঠ হলে সে সমালোচনা বাড়বে বৈ কমবে না।