বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাগান ব্রিগেড

0
3

আইএসএলে( isl) দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। মঙ্গলবার তারা ২-০ গোলে হারালো বেঙ্গালুরু এফসিকে( bengaluru fc)। বাগানের হয়ে গোল দুটি করেন, রয় কৃষ্ণা এবং মার্সেলিনহো।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় হাবাসের দল। ম‍্যাচে একের পর এক আক্রমণ করেন মার্সেলিনহো, রয় কৃষ্ণারা। ম‍্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি পায় বাগান শিবির। সেই সুযোগ কাজে লাগাতে ব‍্যর্থ হয়নি রয় কৃষ্ণারা। পেনাল্টি থেকে গোল করে বাগানকে ১-০ গোলে এগিয়ে দেয় রয় কৃষ্ণা। ম‍্যাচের ৪৪ মিনিটে ফ্রিকিক থেকে গোল করেন মার্সেলিনহো। ম‍্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাগান শিবির।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। কিন্তু গোলের সংখ‍্যা বাড়াতে পারেনি তারা। এই জয়ের ফলে ১৬ ম‍্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে বাগান ব্রিগেড। শীর্ষে থাকা মুম্বইয়ের থেকে এক পয়েন্ট পিছনে হাবাসের দল।

আরও পড়ুন:সৌরভকে ছুঁলেন বিরাট

Advt