পাঁচ মাস পেরোলেও এখনও জামিন পেলেন না কেরলের সাংবাদিক কাপ্পান সিদ্দিকি। ছেলের এই পরিস্থিতির কী কারণে তা জানা নেই নব্বইয়ের ঘরে পা দেওয়া মায়ের । ছেলের আশায় দিন গুনতে গুনতে বাক্যহারা নবিতীপর মা। যোগী সরকারের আসল চেহারা এটাই, চুপ কেন বিজেপি!
কাপ্পানের দোষ, উত্তরপ্রদেশের হাথরসের ঘটনায় দলিত পরিবারের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। আর তাতেই তিনি রোষের মুখে পড়েন যোগী আদিত্যনাথের সরকারের। দিল্লির মালয়ালম কাগজের ওই সাংবাদিকের বিরুদ্ধে ইউএপিএ-ধারায় মামলা করে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। এরপরই তার স্থান হয় জেলে। জামিন তো অনেক দূর অস্ত! গত পাঁচ মাসে আদালতে একের পর এক শুনানির দিন পিছিয়েছে। এমনকি পরিজনদের সঙ্গেও দেখা করতে দেওয়া হয় নি তাকে।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন স্ত্রী রেহানাথ সিদ্দিকি। তিনি বলেন, ‘‘ওঁকে জামিন দেওয়া হচ্ছে না। পাঁচ মাস ধরে আইনি লড়াইয়ে সাহায্য করছেন কেরলের সাংবাদিকদের ইউনিয়ন।’’ কেরলের মল্লপুরমের বাড়ি থেকে তিন সন্তানকে নিয়ে গত পাঁচ মাস ধরে একাই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন রেহানাথ। আর বৃদ্ধা মা আজও জানেন না আসল সত্যটা । মিথ্যা আশ্বাসেও এখন আর বিশ্বাস নেই বৃদ্ধার । চোখের জল শুকিয়ে গিয়েছে । বিছানায় শয্যাশায়ী বাক্যহারা মা। আদালতের নির্দেশে এই ক মাসে একবারই ভিডিও কলের মাধ্যমে ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল । কোনও কথা বলতে পারেন নি বৃদ্ধা, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন।
দিল্লির সাংবাদিক মনদীপ পুনিয়া সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন । এরপরই তিনি সাংবাদিকদের স্বাধীনতা ও সিদ্দিকি কাপ্পানের মুক্তির দাবিতে সরব হয়েছেন
।
ভাই হানজা সিদ্দিকি বলছেন, ‘‘আমার ভাই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্পষ্ট বলেছে প্রয়োজনে হলে ও পলিগ্রাফ টেস্ট করাতেও রাজি। ও সত্যি বলেছে না মিথ্যা, প্রমাণ হয়ে যাবে। ভাই বলেছে, দরকার হলে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হোক। কিন্তু সে সব কিছুই হচ্ছে না। শুনানির তারিখ অকারণে দীর্ঘ করা হচ্ছে। ফের মার্চ মাসের ৯ তারিখ শুনানি।’’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.