লাইনে ত্রুটি, পিছচ্ছে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুটের উদ্বোধন

0
1

নোয়াপাড়া (Noapara) থেকে দক্ষিণেশ্বর (Dakhinewar) মেট্রো (Metro Rail) পথের ছাড়পত্র নিয়ে ফের নতুন করে অনিশ্চয়তা দেখা দিল। কমিশনার অব রেলওয়ে সেফটি (CRS) এই পথে কিছু ত্রুটি পাওয়ায় আপাতত উদ্বোধনের (Inauguration) পথে হাঁটার কোনও ঝুঁকি নিতে চাইছে না কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

ঠিক ছিল, আগামী বুধবার এই সম্প্রসারিত মেট্রো রেলপথের সূচনা হবে। সিআরএসের পরামর্শ মতো রেলপথকে ত্রুটিমুক্ত করতে এক সপ্তাহ সময় লাগবে। তাই উদ্বোধনও পিছিয়ে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বরানগর ও দক্ষিণেশ্বরে রেললাইনে ‘ক্রসওভার’ ঘিরে সমস্যা রয়েছে। ওই দু’জায়গাতেই লাইন পরিবর্তন করার সময় মৃদু কম্পন হচ্ছে। সিআরএসের সুপারিশ, লাইনের ওই অংশের নীচের রবার নতুন করে পরীক্ষা করতে হবে। এছাড়াও সিগন্যাল ও নিকাশি ব্যবস্থা নিয়েও কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।