চেন্নাই টেস্টে জয় ছিনিয়ে নিতে ভারতের সামনে ৪২০ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ইংল্যান্ড। উপমহাদেশের মাটিতে তো বটেই, টেস্ট ইতিহাসে এত বেশি রান তাড়া করে কোনও দল জেতেনি। ইংল্যান্ড অবশ্য নিজেদের নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে। ২৪১ রানে এগিয়ে থেকেও ভারতকে ফলো অন করাননি জো রুট।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট হয় ১৭৮ রানে । দ্বিতীয় ইনিংসেও দলের হয়ে সর্বাধিক ৪০ রান করেছেন রুট। পোপ ২৮, বাটলার ২৪, বেস ২৫ রান করেছেন। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৬ উইকেট, এই নিয়ে ২৮ বার টেস্টে ৫ উইকেট নিলেন তিনি । প্রথম ভারতীয় স্পিনার হিসেবে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার নজিরও এদিন গড়েছেন তিনি। এই টেস্টে ৯ উইকেট নেওয়ায় তাঁর উইকেট-সংখ্যা ৩৮৬। শাহবাজ নাদিম দুটি, ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহ একটি করে উইকেট দখল করেন। ইশান্তের উইকেট সংখ্যা হল ৩০০।
টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের দখলে।

































































































































