ভোটে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে কমিশন

0
2

যেভাবে ভোটের উত্তাপ ছড়াচ্ছে, তাতে ভোটের সময় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাটা প্রথম থেকেই বিরাট চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। সেজন্য বেশ কিছু পরিকল্পনা নিয়েছে কমিশন। আর ভোটের আইন শৃঙ্খলার সঙ্গে যারা সরাসরি জড়িত, সেই পুলিশ কর্তাদের প্রশিক্ষণ দেওয়া হল সোমবার।  নির্বাচন কমিশনের তরফে এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । এদিন ভাষা ভবনে ২৮ জেলা পুলিশ ও সাত পুলিশ কমিশনারেটের কর্তাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২১-এর বিধানসভা ভোটের জন্য নির্বাচন কমিশনের কী কী নির্দেশিকা রয়েছে তাও জানানো হবে পুলিশকর্মীদের।

ভোটের সময়  কড়া নজর ভোটের আগের হিংসা রুখতে কমিশন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে। মূলত এই প্রশিক্ষণে পুলিশকর্তাদের বোঝানো হবে কেমনভাবে খরচে নজরদারি করতে হবে। ভোটের আগে বা ভোটের সময় কোনও অভিযোগ এলে কীভাবে তা সামাল দিতে হবে। কী পদ্ধতিতে অভিযোগের তদন্ত হবে। কোনও রাজনৈতিক দলের সভা, সমিতি বা মিছিলে অনুমতি প্রদানের ক্ষেত্রে কোন কোন বিষয়ে নজর দিতে হবে। ভোটের আগে এবং ভোটের সময়ে কোভিড সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে কী কী ব্যবস্থা করতে হবে ।  তাছাড়া ভোটে  কালো টাকার ছড়াছড়ি, বেআইনি মদের রমরমা আটকাতেও বদ্ধপরিকর কমিশন। পাশাপাশি ভোটারদের বুথমুখী হওয়ার আত্মবিশ্বাস জোগানোও পুলিশের কাজ। নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলে ভোটাররা আরও বেশি করে বুথমুখী হবেন । এলাকায় ভয়ের পরিবেশ দূর করে ভোটারকে আত্মবিশ্বাস দেওয়া, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষা করা পুলিশের ভোট-কাজের অঙ্গ। এদিনের প্রশিক্ষণে সেসব দিকও তুলে ধরা হতে পারে।